Copyright 2014 বিরচন.All rights reserved. Powered by Mikat. Blogger দ্বারা পরিচালিত.
RSS

সারমর্ম

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মা গো,তোমায় ভালোবেসে।।
জানি নে তোর ধনরতন
আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।। 
কোন বনেতে জানি নে ফুল 
গন্ধে এমন করে আকুল,
কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।।
আঁকি মেলে তোমার আলো 
প্রথম আমার চোখ জুড়ালো 
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ।।

সারমর্মঃ   ধন রত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমি প্রতিটি মানুষের কাছেই প্রিয়। স্বদেশ পূর্ণতা দেয়, আর এজন্য মানুষ শেষ আশ্রয়টুকু দেশের মাটিতেই চাই।



লেখক-- ইকরাতুল জান্নাত মুন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন