Copyright 2014 বিরচন.All rights reserved. Powered by Mikat. Blogger দ্বারা পরিচালিত.
RSS

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোন মানুষের জন্ম হয় না।মানুষ  কর্মের মাধ্যমে  তার ভাগ্য গড়ে তোলে।পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনে।উদ্যম,চেষ্টা ও শ্রমের সমষ্টিই সৌভাগ্য।
যিনি জন্ম দান করেন তিনি প্রসূতি।মা যেমন সন্তানের প্রসূতি,তেমনি কঠোর পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি।মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়।ভালো কাজের ফল ভালো,মন্দ কাজের ফল মন্দ।কোনো কাজেই আবার সহজ নয়।কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ হয়।জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই।পরিশ্রম ছাড়া কেউ কখনো তার ভাগ্যকে গড়ে তুলতে পারেনি। জীবনে অর্থ,বিদ্যা,যশ, প্রতিপত্তি লাভ সম্বব নয়।
শ্রমই হলো ঊন্নাতির চাবিকাঠি। যে জাতি পৃথিবীতে যত বেশি পরিশ্রমী, সে জাতি তত উন্নত।তাই বলা হয় । পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন