Copyright 2014 বিরচন.All rights reserved. Powered by Mikat. Blogger দ্বারা পরিচালিত.
RSS

সারমর্ম

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মা গো,তোমায় ভালোবেসে।।
জানি নে তোর ধনরতন
আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।। 
কোন বনেতে জানি নে ফুল 
গন্ধে এমন করে আকুল,
কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।।
আঁকি মেলে তোমার আলো 
প্রথম আমার চোখ জুড়ালো 
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ।।

সারমর্মঃ   ধন রত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমি প্রতিটি মানুষের কাছেই প্রিয়। স্বদেশ পূর্ণতা দেয়, আর এজন্য মানুষ শেষ আশ্রয়টুকু দেশের মাটিতেই চাই।



লেখক-- ইকরাতুল জান্নাত মুন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোন মানুষের জন্ম হয় না।মানুষ  কর্মের মাধ্যমে  তার ভাগ্য গড়ে তোলে।পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনে।উদ্যম,চেষ্টা ও শ্রমের সমষ্টিই সৌভাগ্য।
যিনি জন্ম দান করেন তিনি প্রসূতি।মা যেমন সন্তানের প্রসূতি,তেমনি কঠোর পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি।মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়।ভালো কাজের ফল ভালো,মন্দ কাজের ফল মন্দ।কোনো কাজেই আবার সহজ নয়।কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ হয়।জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই।পরিশ্রম ছাড়া কেউ কখনো তার ভাগ্যকে গড়ে তুলতে পারেনি। জীবনে অর্থ,বিদ্যা,যশ, প্রতিপত্তি লাভ সম্বব নয়।
শ্রমই হলো ঊন্নাতির চাবিকাঠি। যে জাতি পৃথিবীতে যত বেশি পরিশ্রমী, সে জাতি তত উন্নত।তাই বলা হয় । পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

দুই দিনের ছুটির জন্য আবেদন।

০৯/০৭/২০১৪
বরাবর    
প্রধান শিক্ষক
বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
বাকলিয়া ,চট্টগ্রাম
বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS